۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
ইমাম হুসাইন
ইমাম হুসাইন (আ:)

হাওজা / ইমাম হোসায়েন (আঃ)-এর শাহাদাতের ফলে মোমিনদের অন্তরে এমন এক উত্তাপ ও উষ্ণতা তৈরি হয়েছে যা কখনোই ঠান্ডা হবে না।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قاَلَ رَسُوْ لُ الله : اِنَّ لِقَتْلِ الْحسینؑ حَرَارَةٌ فِیْ قُلُوْبِ الْمُوْمِنِیْنَ لَاتَبْرَدُ اَبَداً

মহানবী (সাঃ) বলেছেন :

"ইমাম হোসায়েন (আঃ)-এর শাহাদাতের ফলে মোমিনদের অন্তরে এমন এক উত্তাপ ও উষ্ণতা তৈরি হয়েছে যা কখনোই ঠান্ডা হবে না।"

পৃথিবীতে আজ পর্যন্ত অনেক বিপ্লব সংঘটিত হয়েছে কিন্তু তাদের নাম কেবল গ্রন্থেই রয়ে গেছে। বাস্তবে তার কোন চিহ্ন নেই। কিন্তু কারবালার ঘটনা এমন এক অলৌকিক ঘটনা যা হাজার হাজার বছর পেরিয়ে গেলেও তা মানুষের হৃদয়ে আজও জ্বলজ্বল করছে। শত্রুরা অনেক প্রচেষ্টা করেছে, যাতে মানুষের হৃদয় থেকে কারবালার ঘটনাকে মুছে দেওয়া যায়। কিন্তু এটি একটি জীবন্ত অলৌকিক ঘটনা, যার ফলে দিন দিন হোসায়েন এর প্রতি ভালোবাসা সকল শ্রেণীর মানুষের অন্তরে আরও বৃদ্ধি ঘটছে।

تبصرہ ارسال

You are replying to: .